নাহিদ আক্তার, বিনোদন ডেস্ক: রুপালি পর্দায় অভিষেক হচ্ছে আলোচিত মডেল ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটজয়ী জেসিয়া ইসলামের। এক সংবাদ সম্মেলনে এ মডেল ও অভিনেত্রী জানান, ‘এম আর ৯’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এসময় তিনি আরও বলেন, এই সিনেমার অংশ হতে পেরে আমি অনেক খুশি।
জেসিয়া জানান, তিনি এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছেন। বলেন, আমি মনে করি এটি আমার জন্য আশীর্বাদ হয়ে আসছে। দর্শকদের উদ্দেশ্যে জেসিয়া বলেন, আমি চেষ্টা করবো আমার দর্শকদের মন রক্ষা করে চলার।
এর আগে ২৫ জুলাই (মঙ্গলবার) রাতে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ‘এমআর-৯’-এর ট্রেলার। এ সিনেমায় দেখা যাবে, বাংলাদেশি গোয়েন্দা মাসুদ রানা ও ভারতীয় এজেন্ট দেবী। লাস ভেগাসের ওপর সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা ঠেকাতেই তাদের ডাকা হয়। এর পর শুরু হয় মিশন।
সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, ছবির বাজেট ৮৩ কোটি টাকা! যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ।
আগামী ২৫ আগস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পাবে ‘এমআর-৯’।
নাহিদ/ইবিটাইমস/এনএল