“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” – ঈদ মোবারক
ইউরোপ ডেস্কঃ বুধবার (২৮ জুন) অস্ট্রিয়ায় যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনা আর ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকালের প্রথম প্রহরেই ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে।
এখানে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে খুতবা দেয়া হয় আরবীতে এবং দ্বিতীয় জামাতে খুতবা দেয়া হয় জার্মানি ভাষায়। এখানে দুই জামাতে প্রবাসী বাংলাদেশী সহ প্রায় ২০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদেও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী প্রতিটি মসজিদে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন।
ভিয়েনার পাঁচ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাহাত বিন জামান। দূতাবাস কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দূতাবাস প্রধান তারাজুল ইসলাম, কাউন্সিলর ও দূতাবাস অফিস প্রধান তানভীর আহমেদ তরফদার এবং অফিসার জুবায়েদুল হক চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদের সভাপতি আক্তার হোসেন, বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম এবং সাধারণ সম্পাদক শাহ্ কামাল।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যান্য মসজিদের মধ্যে অন্যতম ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশী ঈদের নামাজ আদায় করেন। এখানে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়েখ ড.ফারুক আল মাদানী। দ্বিতীয় জামাতে নামাজ পড়ান ইমাম ও খতিব শায়েখ মহিউদ্দিন মাসুম।
ভিয়েনায় ঈদের দিন ভোরে সামান্য বৃষ্টিপাত হলেও পরে আবহাওয়া বেশ ভালো অবস্থায় ফিরে আসে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজের পর রাজধানী ভিয়েনা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের একটি তুর্কি কসাই খানায় কোরবানী পশু জবাই করেন। অনেকে আবার ঈদের পরের দুই দিনও কোরবানী করবেন।
ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে আমাদের সকল পাঠকবৃন্দ, বিজ্ঞাপনদাতা, শুভাকান্খি এবং ভিউয়ার্সের প্রতি রইল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
কবির আহমেদ/ইবিটাইমস