লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে করোনার ভ্যাকসিন প্রথম (টিকা) গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন পরবর্তী টিকা গ্রহণ করেন তিনি। উপজেলায় প্রথম করোনার ভ্যাকসিন গ্রহীতার প্রতিক্রিয়ায় নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, করোনার টিকা অন্য সকল টিকার মতই, এই টিকা নিরাপদ। এটা গ্রহণে ভয় পাওয়ার কারণ নেই। এসময় সকলকে করোনার ভ্যাকসিন গ্রহণে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য উদ্বুগ্ধ করার পাশাপাশি ভ্যাকসিন নিয়ে কোন গুজব না রটানোর আহবান জানান তিনি।
এদিন ইউএনও ছাড়াও করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন হাসপাতালের ডাক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। রেজিস্ট্রেশন ছাড়া কেউ ভ্যাকসিন পাবেন না জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, লালমোহনে করোনার ভ্যাকসিন পেতে এখন পর্যন্ত অনলাইনে ৬৮জন রেজিস্ট্রেশন করেছেন। তাদের সকলকে ভ্যাকসিন দেয়া হবে এবং পর্যায়ক্রমে যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকেও ভ্যাকসিন দেয়া হবে।
সালাম সেন্টু /ইবি টাইমস