বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির এই আকর্ষণীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিডিএসএফ এর শাহেদ রাফি জুটি
ইউরোপ ডেস্কঃ সোমবার (২৮ মে) ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের মাক্স স্পোর্টস সেন্টারে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাহেদ-রাফি জুটি জায়েদ-ইমন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় তৃতীয় স্থান অর্জন করে সোহাগ-আরশ জুটি।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট ১২টি জুটি বা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসানকে সাথে নিয়ে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মাহফুজুর রহমান সুমন টুর্নামেন্টের উদ্বোধন করেন। সমিতির সাধারণ সম্পাদক হেলাল মিয়া টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন।
আকর্ষণীয় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি নেয়ামুল বশির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মাসুদুর রহমান, সাবেক সভাপতি আলম মোহাম্মদ এপ্যেলো, সমিতির অডিটর বিশেষ অথিতি ইকবাল মুস্তারী।
আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া ক্রিকেট ক্লাবের সভাপতি জাফর ইকবাল বাবলু, মুন্সিগন্জ বিক্রমপুর অস্ট্রিয়া সমিতির সভাপতি নয়ন হোসেন,অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন এবং বরিশাল বিভাগীয় সমিতির সাধারন সম্পাদক আক্তারজ্জামান শিবলি।
খেলা শেষে চ্যাম্পিয়ন জুটির হাতে ট্রফি তুলে দেন নেয়ামুল বশির ও মাসুদুর রহমান। রানার্স আপ জুটির হাতে ট্রফি তুলে দেন আলম মোহাম্মদ অ্যাপোলো ইকবাল মুস্তারী। আর তৃতীয় স্থান অর্জনকারী জুটির হাতে ট্রফি তুলে দেন জাফর ইকবাল বাবলু ও হেলাল উদ্দীন।
ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন ও বরিশাল বিভাগীয় সমিতির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান শিবলী।
কবির আহমেদ/ইবিটাইমস