পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলের সকল গ্রæপ এক হয়ে কাজ করছেন। আর এতে প্রার্থীর বিজয় নিশ্চিত বলে দাবী করছেন কর্মীরা।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে আগামী ২৫ মে চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। ওই নির্বাচনে আ’লীগ মনোনীত মো. তানভীর হাসান ডালিম, ইসলামী শাসনতন্ত্রের মো. এজাজ খান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাসেল শিকদার, উপজেলার সদর বাজার কমিটির সভাপতি মো. আরিফুর রহমান খান টুবুল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার এ ৫জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী রাসেল শিকদারের দাবী ছোট তার চাচা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার তার (রাসেল) ঢামি প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন। আর এ জন্য তার পক্ষে কোন পোষ্টার বা প্রচারনা নেই। রাসেল শিকদারের পিতা মরহুম আনোয়ার হোসেন শিকদার ছিলেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
উপজেলা আ’লীগের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়ালের সাথে স্থানীয় এমপি মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ.ম রেজাউল করিমের একটি বিরোধ রয়েছে। আর এ বিরোধের জেরে উপজেলা আ’লীগের একটি অংশকে চাঙ্গা রাখছেন সংগঠনের জেলা সভাপতি। আর নৌকার প্রার্থী তারভীর হাসান ডালিম জেলা আ’লীগের সভাপতির পক্ষের। অবশ্য মন্ত্রী শ.ম রেজাউল সংগঠনের ভীতর কোন গ্রæপিংর কথা স্বীকার করতে নারাজ। তার দাবী সংগঠনের সবাই তাকে ভালো বাসেন।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিন ধরে নৌকার প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকদের নিয়ে কাজ করছেন মন্ত্রীর মেঝো ভাই উপজেলা কৃষকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল ও ছোটভাই আ’লীগ নেতা এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন। যদিও উপজেলা সদর ইউনিয়নটিতে নৌকা বিরোধী ভোটারের সংখ্যা বেশী। তবুও প্রার্থীকে বিজয়ী করতে সকল কর্মীদের এক হয়ে কাজ করায় নৌকার বিজয়কে নিশ্চিত বলে দাবী সংগঠনের কর্মীদের।
এ বিষয়ে মন্ত্রীর মেঝো ভাই বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল বলেন, মন্ত্রীত্ব আমাদের বড় পরিচয় নয়। আমরা আজীবন আওয়ামলীগ সমর্থিত পরিবারের লোক এ পরিচয়ে আমরা দলের গ্রæপিংকে প্রধান্য না দিয়ে নৌকার বিজয় করতে প্রার্থীর পক্ষে কাজ করছি।
এ বিষয়ে আ’লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ডালিম জানান, নির্বাচনে অংশ নেয়ার পর থেকেই স্থানীয় আ’লীগের সকল গ্রপের নেতা-কর্মীরা নৌকার পক্ষে প্রচরনায় আন্তরিক পূর্নভাবে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হয়। ওই পদে গত ২৭ ফেব্রæয়ারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্ব›দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর এ জন্য তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলে ওই পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।
আগামী ২৫ মে ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৪৫৬জন পুরুষ এবং ৮ হাজার ৩৮৯জন নারী ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস