ঝালকাঠি প্রতিনিধি: অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে স্থানীয় পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালী শীষক আলোচনা সভাা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইসরাত জাহান সোনালী। স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের বরিশালের কর্মসূচি সমন্বায়ক রাবেয়া বসির।
সভায় স্থানীয় পযার্য়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ, অপরিজিতা প্রকল্পের অতীত/বর্তমান কাজের পেক্ষাপট, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ জাতীয় পর্যায়ে অপরাজিতা নেটওয়ার্ক, নারীর রাজনৈতিক ক্ষমতাকে কৌশলগত পরিকল্পনা গ্রহণ।
বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা লস্কর, রাজাপুরে ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন।
স্বাগত বক্তব্য রাখেন বরিশাল রূপান্তর প্রশিক্ষণ সমন্বয়কারী ঝুমা কর্মকার। অনুষ্ঠান স লনা করেন রূপান্তর ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল। নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ে রূপান্তরের আয়োজনে নারী নেটওয়ার্কের নারীদের নিয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন পযার্য়ের নারী নেটওয়ার্কের নারীনেত্রীসহ ৩০ জন অংশগ্রহণ করেছেন।
বাধন রায়/ইবিটাইমস


























