ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ্ আলম, সম্পাদক হোসাইন আহমেদ ‎ ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

কাতালোনীয়া ই আর সি পার্টির নির্বাচনী প্রচারনায় বাংলাদেশীদের অংশ গ্রহন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • ১৬ সময় দেখুন

ই আর সি পার্টির নির্বাচনী প্রচারনায় এ কে আজাদ মোস্তফা ও কাতালোনীয়ার প্রধান সমন্বয়ক ছালেহ আহমেদ নেতৃত্ব দেন 

বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুনঃ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ১৪ই মে রবিবার২০২৩ ইংরেজী বার্সেলোনার সান্তাকলেমায় কান জামের ইউরো বার রেষ্টুরেন্ট এ সন্ধা ৭টায় কাতালোনীয়া ই আর সি পার্টির নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়।

এ কে আজাদ মোস্তফার পরিচালনায় সভাপতিত্ব করেন ই আর সি পার্টি সান্তা কলোমার প্রধান আনহেল ইজকোইয়েরদো রুইজ, প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সান্তা কলোমার মেয়র পদপ্রার্থী রুফিয়ান গাব্রিয়েল, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সান্তা কলোমা ই আর সি পার্টির সাবেক কমিশনার শ্যাম নুনেজ আমেলা, বিশেষ অতিথি কাতালোনীয়ার সাকিরা ওমরানীও দিপোতাদা দে কঙ্গরেসোস দে মাদ্রিদ মহিলা এমপি মারিয়া দান্তে, অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেসা, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম স্বপন, সুরেন্দর সিং,মোখলেছুর রহমান নাসিম, এস এম নজরুল ইসলাম, নীরু তালুকদার, মিজানুর রহমান,জুয়েল আহমেদ,ফাইকুজ্জামান, আব্দুল জব্বার, করিম বক্স, মহিউদ্দিন হারুন সহ রাজনৈতী,সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

 

বিগত ক্ষমতাসিন এর বিভিন্ন অনিয়ম তুলে ধরে প্রধান অতিথি গাব্রিয়েল বলেন সাবেক মেয়রেরা গতানুগতিক ,এই গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে আধুনিক চিন্তা ভাবনায় কাতালোনীয়া তথা বার্সেলোনা, সান্তা কলোমা লেলিদা কে আরো আধুনিক আয়ন সহ উন্নয়ন করা সম্ভব।

সান্তা কলোমা ইআর সি পার্টির সাবেক সভাপতি আনহেল ইজকোইয়েরদো রুইজ ও মহিলা এম পি মারিয়া দান্তে সরকারের বিমাতা স্বরূপ আচরনের কথা সবার সম্মূখে বিবেচনাধীন রাখেন, তারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ বার্সেলোনায় বসবাসরত ইমিগ্রান্টদের ডকোমেন্ট পাদরোনা মিয়েন্তো, আবাস যোগ্য বসবাসের কথা উল্লেখ করে বলেন অতি সহজ কাজটি মানুষের জীবন ধারায় অসম্ভব করে দিয়েছে ক্ষমতাসীন সরকার,আমরা এর পরিত্রান চাই।আমরা খাদ্য কাপড় বাসস্থানের নিশ্চয়তা চাই।তারা বিশেষ করে মুসলিমদের ধর্মিয় অনুভুতির কথা উল্লেখ করে বলেন ধর্ম চলে যার যার গতিতে, প্রত্যেক ধর্মের মানুষের কাছে ধর্মিয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মুসলমানদের কবরস্থান সহ আগামী ১ বৎসরের মধ্যে বার্সেলোনা ও সান্তাকলোমায় ক্রিকেট মাটের সু ব্যবস্হার কথা বলেন। সুন্দর ভাবে বাঁচার অধিকার আমার আপনার সবার,আমাদের প্রার্থীকে ভোট দেন,আমরা পরিকল্পনা সহ আগামীর সুন্দর জীবনের আশাবাদী।

বাংলাদেশী প্রতি নিধি এ কে আজাদ মোস্তফাকে তাদেরই একজন বলে পরিচয় করিয়ে দেন এবং আগামীতে কাতালোনীয়ায় বসবাসরত জনগনের জন্য এই বাংলাদেশী কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ কে আজাদ মোস্তফা তার অনুভুতি ব্যক্ত করে বলেন, আমিও ইমগ্রান্ট সহ বঞ্চিতদের জন্য কাজ করতে চাই। আমাকে আপনারা মনে রাখবেন।পাকিস্তানের জেসমিন ক্রিস্তিনা নেতৃবৃন্ধের হাতে উপহার তুলে দেন।ভুজন পর্ব শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

স্পেন/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাতালোনীয়া ই আর সি পার্টির নির্বাচনী প্রচারনায় বাংলাদেশীদের অংশ গ্রহন

আপডেটের সময় ০৩:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

ই আর সি পার্টির নির্বাচনী প্রচারনায় এ কে আজাদ মোস্তফা ও কাতালোনীয়ার প্রধান সমন্বয়ক ছালেহ আহমেদ নেতৃত্ব দেন 

বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুনঃ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ১৪ই মে রবিবার২০২৩ ইংরেজী বার্সেলোনার সান্তাকলেমায় কান জামের ইউরো বার রেষ্টুরেন্ট এ সন্ধা ৭টায় কাতালোনীয়া ই আর সি পার্টির নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়।

এ কে আজাদ মোস্তফার পরিচালনায় সভাপতিত্ব করেন ই আর সি পার্টি সান্তা কলোমার প্রধান আনহেল ইজকোইয়েরদো রুইজ, প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সান্তা কলোমার মেয়র পদপ্রার্থী রুফিয়ান গাব্রিয়েল, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সান্তা কলোমা ই আর সি পার্টির সাবেক কমিশনার শ্যাম নুনেজ আমেলা, বিশেষ অতিথি কাতালোনীয়ার সাকিরা ওমরানীও দিপোতাদা দে কঙ্গরেসোস দে মাদ্রিদ মহিলা এমপি মারিয়া দান্তে, অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেসা, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম স্বপন, সুরেন্দর সিং,মোখলেছুর রহমান নাসিম, এস এম নজরুল ইসলাম, নীরু তালুকদার, মিজানুর রহমান,জুয়েল আহমেদ,ফাইকুজ্জামান, আব্দুল জব্বার, করিম বক্স, মহিউদ্দিন হারুন সহ রাজনৈতী,সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

 

বিগত ক্ষমতাসিন এর বিভিন্ন অনিয়ম তুলে ধরে প্রধান অতিথি গাব্রিয়েল বলেন সাবেক মেয়রেরা গতানুগতিক ,এই গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে আধুনিক চিন্তা ভাবনায় কাতালোনীয়া তথা বার্সেলোনা, সান্তা কলোমা লেলিদা কে আরো আধুনিক আয়ন সহ উন্নয়ন করা সম্ভব।

সান্তা কলোমা ইআর সি পার্টির সাবেক সভাপতি আনহেল ইজকোইয়েরদো রুইজ ও মহিলা এম পি মারিয়া দান্তে সরকারের বিমাতা স্বরূপ আচরনের কথা সবার সম্মূখে বিবেচনাধীন রাখেন, তারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ বার্সেলোনায় বসবাসরত ইমিগ্রান্টদের ডকোমেন্ট পাদরোনা মিয়েন্তো, আবাস যোগ্য বসবাসের কথা উল্লেখ করে বলেন অতি সহজ কাজটি মানুষের জীবন ধারায় অসম্ভব করে দিয়েছে ক্ষমতাসীন সরকার,আমরা এর পরিত্রান চাই।আমরা খাদ্য কাপড় বাসস্থানের নিশ্চয়তা চাই।তারা বিশেষ করে মুসলিমদের ধর্মিয় অনুভুতির কথা উল্লেখ করে বলেন ধর্ম চলে যার যার গতিতে, প্রত্যেক ধর্মের মানুষের কাছে ধর্মিয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মুসলমানদের কবরস্থান সহ আগামী ১ বৎসরের মধ্যে বার্সেলোনা ও সান্তাকলোমায় ক্রিকেট মাটের সু ব্যবস্হার কথা বলেন। সুন্দর ভাবে বাঁচার অধিকার আমার আপনার সবার,আমাদের প্রার্থীকে ভোট দেন,আমরা পরিকল্পনা সহ আগামীর সুন্দর জীবনের আশাবাদী।

বাংলাদেশী প্রতি নিধি এ কে আজাদ মোস্তফাকে তাদেরই একজন বলে পরিচয় করিয়ে দেন এবং আগামীতে কাতালোনীয়ায় বসবাসরত জনগনের জন্য এই বাংলাদেশী কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ কে আজাদ মোস্তফা তার অনুভুতি ব্যক্ত করে বলেন, আমিও ইমগ্রান্ট সহ বঞ্চিতদের জন্য কাজ করতে চাই। আমাকে আপনারা মনে রাখবেন।পাকিস্তানের জেসমিন ক্রিস্তিনা নেতৃবৃন্ধের হাতে উপহার তুলে দেন।ভুজন পর্ব শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

স্পেন/ইবিটাইমস/এম আর