ঝালকাঠিতে তাপদহের কারণে হঠাৎ করে ডায়েরিয়া বৃদ্ধি পেয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ প্রচন্ড তাপদহের কারণে মানুষ নানামূখী অসুস্থতার শিকার হচ্ছে। বিশেষ করে এই আবহাওয়াজনিত কারণে পানিবাহিত রোগ ডায়েরিয়া হঠাৎ করে প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিন জেলার হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য গড়ে ২০ থেকে ২৫জন করে রোগী ভর্তি হচ্ছে এছাড়া কিছু রোগীকে প্রাথমিক চিকিৎসা ঔষধ ও স্যালাইন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫৫জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে তবে আক্রান্তদের মধ্যে ৪০% শিশু রয়েছে। চিকিৎসকরা হাসপাতালগুলিতে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ শামিম আহম্মেদ জানিয়েছেন, তাপদহের কারণে হঠাৎ করে ডায়েরিয়ার চাপ বেড়ে গেছে তবে তা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। হাসপাতালে ডায়েরিয়া চিকিৎসার জন্য আইভি স্যালাইনসহ ঔষুধ রয়েছে। এই ডায়েরিয়া রোগীদের মাথা ব্যাথা, হালকা জ্বর, পেটে ব্যাথা ও বমির উপসর্গ রয়েছে। বৃষ্টি বাদল হলে তাপমাত্রা কমলে ডায়েরিয়ার চাপ হ্রাস পেতে পারে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »