ভিয়েনা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • ১৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সদর উপজেলার চুঙ্গাপাশায় মো. শাহ আলম শেখ (৭০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

বুধবার (১০ মে) রাত ৮টার দিকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় মৃত আ: আলী শেখের ছেলে বলে জানা গেছে।

ওই এলাকার গোলাম রসুল জানান, ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা ওই এলাকার সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির বাড়ি সংলগ্ন স্থানীয় প্রাম পুলিশ (চৌকিদার) নিক্সন এর সুপারি বাগানের ভীতর ওই বৃদ্ধের মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি পেশায় একজন কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য স্থানীয় মো. নাছির হায়দার জানান, ওই বৃদ্ধ পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় ছিলেন বলে শুনেছি। তার পুত্ররা মাদকাসক্ত ও তার স্ত্রী কাছে না থাকা সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এসব কারনে তিনি আত্মহত্যা করছেন বলে শুনেছি।

ওই মরদেহটি উদ্ধার কাজে থাকা পিরোজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ ইন্সপেক্টর (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনই তেমন কিছু বলা যাচ্ছে না।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৪:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সদর উপজেলার চুঙ্গাপাশায় মো. শাহ আলম শেখ (৭০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

বুধবার (১০ মে) রাত ৮টার দিকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় মৃত আ: আলী শেখের ছেলে বলে জানা গেছে।

ওই এলাকার গোলাম রসুল জানান, ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা ওই এলাকার সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির বাড়ি সংলগ্ন স্থানীয় প্রাম পুলিশ (চৌকিদার) নিক্সন এর সুপারি বাগানের ভীতর ওই বৃদ্ধের মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি পেশায় একজন কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য স্থানীয় মো. নাছির হায়দার জানান, ওই বৃদ্ধ পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় ছিলেন বলে শুনেছি। তার পুত্ররা মাদকাসক্ত ও তার স্ত্রী কাছে না থাকা সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এসব কারনে তিনি আত্মহত্যা করছেন বলে শুনেছি।

ওই মরদেহটি উদ্ধার কাজে থাকা পিরোজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ ইন্সপেক্টর (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনই তেমন কিছু বলা যাচ্ছে না।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস