ভিয়েনা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ১৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার সকালে ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে কৃষক মিয়াদ হোসেন ও আব্দুল হান্নানের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। সদর উপজেলা নবগ্রাম পরমহল গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা জমির ধান কাটেন। এতে শ্রমিক সংকটে থাকা কৃষকদের মুখে হাসি ফুটেছে।

ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে ঝালকাঠি জেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা পরমহল গ্রামে যায়। সেখানে কয়েকজন কৃষকের পরামর্শ অনুযায়ী তাঁদের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি হয়ে কৃষকরা তাদের ধন্যবাদ জানায়।

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মাসুদ মধু বলেন,প্রধানমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা এখন মানুষের ধান কেটে দিচ্ছে। কোনো অসহায় কৃষক যদি ধান কাটার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই কৃষকের পাশে দাড়াচ্ছি এবং ধান কেটে তার ঘড়ে দুলে দিচ্ছি। এর আগে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামীতেও মানুষের পাশে থেকে তাদের সেবা করবে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়নের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। কোনো কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেইসব কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিবেন।

কৃষক মিয়াদ হোসেন জানান, ক্ষেতের পাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। জেলা ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমার একটি ক্ষেতের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে। তিনি এ কাজের জন্য প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

ধান কাটায় জেলা ছাত্রলীগ ছাড়াও সদর উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরাও অংশ নেন।

বাধন রায়ইবি/টাইমস/এম আর  

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

আপডেটের সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

ঝালকাঠি প্রতিনিধিঃ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার সকালে ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে কৃষক মিয়াদ হোসেন ও আব্দুল হান্নানের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। সদর উপজেলা নবগ্রাম পরমহল গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা জমির ধান কাটেন। এতে শ্রমিক সংকটে থাকা কৃষকদের মুখে হাসি ফুটেছে।

ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে ঝালকাঠি জেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা পরমহল গ্রামে যায়। সেখানে কয়েকজন কৃষকের পরামর্শ অনুযায়ী তাঁদের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি হয়ে কৃষকরা তাদের ধন্যবাদ জানায়।

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মাসুদ মধু বলেন,প্রধানমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা এখন মানুষের ধান কেটে দিচ্ছে। কোনো অসহায় কৃষক যদি ধান কাটার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই কৃষকের পাশে দাড়াচ্ছি এবং ধান কেটে তার ঘড়ে দুলে দিচ্ছি। এর আগে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামীতেও মানুষের পাশে থেকে তাদের সেবা করবে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়নের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। কোনো কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেইসব কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিবেন।

কৃষক মিয়াদ হোসেন জানান, ক্ষেতের পাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। জেলা ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমার একটি ক্ষেতের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে। তিনি এ কাজের জন্য প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

ধান কাটায় জেলা ছাত্রলীগ ছাড়াও সদর উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরাও অংশ নেন।

বাধন রায়ইবি/টাইমস/এম আর