ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব সংক্ষেপে আয়েবাপিসির কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ৪১ জন
ইউরোপ ডেস্কঃ আগামী শনিবার (২৯ এপ্রিল) ইতালির পর্যটন সমৃদ্ধ ভেনিস নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়েবাপিসির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সহ ভেনিস বাংলাদেশ কমিউনিটির কতিপয় গুণীজনদের সংবর্ধনা ও এক সাংস্কৃতিক সন্ধ্যার।
আশা করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়েবাপিসির বর্তমান কার্যকরী কমিটির সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ বুধবার (২৬ এপ্রিল) পর্তুগাল থেকে বিমান যোগে আয়েবাপিসির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুন সপরিবারে ভেনিস বিমানবন্দরে অবতরণ করলে আয়েবাপিসির উপদেষ্টা সৈয়দ কামরুল সারোয়ার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন তাদেরকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
এদিকে অস্ট্রিয়া থেকে আয়েবাপিসির ঈদ পুনর্মিলনী,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যায় যোগদান করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়েবাপিসির প্রধান উপদেষ্টা ও ইউরো বাংলা টাইমসের চীফ এডিটর মাহবুবুর রহমান ও আয়েবাপিসির ধর্ম বিষয়ক সম্পাদক ও ইউরো বাংলা টাইমসের আন্তর্জাতিক বিষয়ক নির্বাহী সম্পাদক কবির আহমেদ। তারা আজ ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালি সফর বিষয়ে আলোচনা শেষ করেন।
উল্লেখ্য যে,শনিবার ২৯ এপ্রিল আয়েবাপিসির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করতে তারা শুক্রবার (২৮ এপ্রিল) অতি ভোরে অর্থাৎ ভোর রাত চারটায় রওয়ানা দিবেন। তাদের পুনরায় রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভিয়েনো ফেরত আসার কথা রয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর