ভিয়েনা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের চুনারুঘাটে দুস্তদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • ২৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চিমটিবিল বিওপি এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মহাপরিচালক বিজিবির পক্ষ থেকে ২০০ জন দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে এ ইফতার ও রাতের খাবার বিতরণ করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান, পিএসসি, সিগন্যালস।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিজিবি সময়ে সময়ে সীমান্তের গরিব দুঃখী মানুষের মাঝে সহায়তা দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র বিতরণসহ অন্যান্য বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে জানান বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে দুস্তদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

আপডেটের সময় ০৬:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

হবিগঞ্জ প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চিমটিবিল বিওপি এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মহাপরিচালক বিজিবির পক্ষ থেকে ২০০ জন দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে এ ইফতার ও রাতের খাবার বিতরণ করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান, পিএসসি, সিগন্যালস।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিজিবি সময়ে সময়ে সীমান্তের গরিব দুঃখী মানুষের মাঝে সহায়তা দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র বিতরণসহ অন্যান্য বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে জানান বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস