ভিয়েনায় ইফতার ও দোয়ার মাহফিলে মরহুম শাহ মুহাম্মদ ফরহাদের জন্য বিশেষ দোয়া

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন জান্নাতুল ফরহাদ ও মজনু আজাদের উদ্যোগে আয়োজিত এই ইফতার ও দোয়ার মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (১১ এপ্রিল) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে জান্নাতুল ফরহাদ ও মজনু আজাদের উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আলেমে দ্বীন ও নেতৃবৃন্দ ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম বায়তুল মামুর মসজিদ – ১০ এর ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দিন মাসুম।

বক্তারা পবিত্র রমাদান মাসের শেষ দশকের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। বিশেষ করে শেষ দশকের লাইলাতুল কদর রাতের অনুসন্ধানের ওপর গুরুত্ব আরোপ করেন। ইফতার ও দোয়ার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদ ভিয়েনা ১০ এর ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দিন মাসুম। দোয়ায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কিংবদন্তী পুরুষ মরহুম শাহ মুহাম্মাদ ফরহাদ – এর রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি সহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য মহান আল্লাহতায়ালার নিকট দোয়া করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »