ইফতার অনুষ্ঠান ও দোয়ার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
ইউরোপ ডেস্কঃ গতকাল রবিবার (৯ এপ্রিল) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের উদ্যোগে এক ইফতার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শায়খ মহিউদ্দিন মাসুম অনুষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন। আর সংগঠনের সেক্রেটারী আবু সাঈদ ইফতার মাহফিলের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন।
ইফতারের পূর্বে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আলেমে দ্বীন ও নেতৃবৃন্দ ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম বায়তুল মামুর মসজিদ -২০ এর ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম, শায়খ আব্দুস সাত্তার, হাফেজ মোশাহিদুল ইসলাম এবং সংগঠনের ক্যাশিয়ার মোশাররফ হোসাইন। বক্তারা পবিত্র রমাদান মাসের রহমত, বরকত ও মাগফেরাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। আলোচনার এক ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন নাজমুল হাসান খান নাঈম।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ সহ ভিয়েনাস্থ বিভিন্ন মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ। তাছাড়াও কমিউনিটির বিপুল সংখ্যক যুবক ও মহিলা উপস্থিত ছিলেন। পরে আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।
ইফতারের পূর্বে অস্ট্রিয়া, অস্ট্রিয়াস্থ বাংলাদেশী কমিউনিটি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার নিকট দোয়া করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর