ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এসপি সার্কেল মহিদুল ইসলাম ও জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারাসহ কমিটিভূক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলেও জেলা প্রশাসক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সন্ধ্যার পরে কিশোর-কিশোরীদের কোন কারণ ছাড়া রাস্তাঘাটে পার্কে ঘোরাফেরার বিরুদ্ধে জবাবদিহিতামূলক ব্যবস্থার আওতায় আনার প্রচেষ্টা নিয়েছেন। আন্তরিকতা, সততা ও স্বচ্চতার মধ্য দিয়ে কাজ করে ঝালকাঠি জেলাকে মডেল জেলায় রূপান্তর করার আবারও অঙ্গিকার ব্যক্ত করেছেন জেলা প্রশাসক।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (মার্চ) ৬৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১টি দস্যুতা, ১টি খুন, ২টি ধর্ষন, ৩টি নারী নিযার্তন, সিধেল চুরি ২টি, ২টি গবাদি পশু চুরিসহ অন্যান্য ২টি চুরির ঘটনা, ১টি অগ্নিসংযোগের ঘটনা, ১৫টি পারবারিক সংঘাতজনিত মারামারি, ২৪টি মাদক আইনে এবং অন্যন্য ১২টিসহ ৬৬টি মামলা দায়ের হয়েছে। এসময় ৮০জনকে গ্রেফতার করা হয়েছে। এর পূর্বের মাসে (ফেব্রুয়ারী) মামলার সংখ্যা ছিল ৬০টি এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৬৭জন।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »