ভিয়েনা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীকে ইভটেজিংয়ের অভিযোগে আটো চালকের কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • ১৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রীকে ইভটেজিংয়ের অভিযোগে মো. জাকির হোসেন হাওলাদার (৪৫) নামের এক অটো চালককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (০৮ এপ্রিল)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার সুলতানার ভ্রাম্যমান আদালত ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জাকির উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের মোসলেম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রী উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে ওই অটোচালকের গাড়িতে করে প্রায়ই স্কুল থেকে তার বাড়ি সদর ইউনিয়নের আসপদ্দি (কলেজ পাড়া) গ্রামের বাড়িতে আসা যাওয়া করতো। এ সময় ওই গাড়ি চালক স্কুল ছাত্রীকে তার (চালক) পাশে বসিয়ে শ্লীলতা হানি করতো। আর এ বিষয়টি ছাত্রীকে তার বাবা-মার কাছে না বলতে হুমকি দেয়া হতো। স্কুল ছাত্রীটি বিষয়টি তার মাকে বললে, ওই দিন (শনিবার) তার মা যাত্রী বেশে ওই গাড়িতে উঠে। বিষয়টি হাতে-নাতে ধরে ফেলে। পরে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ওই অটো চালককে গন ধোলাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে। পরে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

ওই স্কুল ছাত্রীর মা জানান, এর আগেও বিভিন্ন সময় স্কুল থেকে বাড়িতে আসা যাওয়ার কালে তার কন্যাকে শ্লীলতা হানি করতো। বিষয়টি কন্যা তাকে (মা) জানালে তিনি যাত্রী বেশে বিষয়টি হাতে-নাতে ধরে ফেলেন।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, অভিযুক্তকে স্থানীয়রা গন ধোলাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করেছেন। পরে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, ওই স্কুল ছাত্রী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার সত্যতা প্রমান সাপেক্ষে ওই অটো চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্কুল ছাত্রীকে ইভটেজিংয়ের অভিযোগে আটো চালকের কারাদন্ড

আপডেটের সময় ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রীকে ইভটেজিংয়ের অভিযোগে মো. জাকির হোসেন হাওলাদার (৪৫) নামের এক অটো চালককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (০৮ এপ্রিল)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার সুলতানার ভ্রাম্যমান আদালত ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জাকির উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের মোসলেম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রী উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে ওই অটোচালকের গাড়িতে করে প্রায়ই স্কুল থেকে তার বাড়ি সদর ইউনিয়নের আসপদ্দি (কলেজ পাড়া) গ্রামের বাড়িতে আসা যাওয়া করতো। এ সময় ওই গাড়ি চালক স্কুল ছাত্রীকে তার (চালক) পাশে বসিয়ে শ্লীলতা হানি করতো। আর এ বিষয়টি ছাত্রীকে তার বাবা-মার কাছে না বলতে হুমকি দেয়া হতো। স্কুল ছাত্রীটি বিষয়টি তার মাকে বললে, ওই দিন (শনিবার) তার মা যাত্রী বেশে ওই গাড়িতে উঠে। বিষয়টি হাতে-নাতে ধরে ফেলে। পরে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ওই অটো চালককে গন ধোলাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে। পরে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

ওই স্কুল ছাত্রীর মা জানান, এর আগেও বিভিন্ন সময় স্কুল থেকে বাড়িতে আসা যাওয়ার কালে তার কন্যাকে শ্লীলতা হানি করতো। বিষয়টি কন্যা তাকে (মা) জানালে তিনি যাত্রী বেশে বিষয়টি হাতে-নাতে ধরে ফেলেন।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, অভিযুক্তকে স্থানীয়রা গন ধোলাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করেছেন। পরে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, ওই স্কুল ছাত্রী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার সত্যতা প্রমান সাপেক্ষে ওই অটো চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর