বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে পুরাতন সংগঠন। সংগঠনটির বয়স প্রায় অর্ধশত বছরের কাছাকাছি
ব্যুরো চিফ, অস্ট্রিয়াঃ রবিবার (২৯ জানুয়ারি) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নিজস্ব কার্যালয়ে ২০২৩ সালের জন্য নির্বাচিত কার্যকরী কমিটি তাদের প্রথম সাধারণ সভা সম্পন্ন করল। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সভাপতি মামুন হাসান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। তারপর এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সদস্যবৃন্দ। তবে উপস্থিতি সংখ্যা তেমন একটা সন্তোষজনক ছিল না।
সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিগত সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করে শুনান। তাছাড়াও তিনি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ২০২৩ সালের কার্যবর্ষের কার্যক্রমের বিবরণ ও বাজেট উপস্থাপন করেন।
বাজেট উপস্থাপনের পর বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সদস্য থেকে বিভিন্ন বিষয়ে কার্যকরী কমিটিকে প্রশ্ন করেন যথাক্রমে পারভেজ মনোয়ার, মোহাম্মদ মোস্তফা,নয়ন হোসেন, মাসুদুর রহমান মাসুদ এবং ইকবাল মুস্তারি। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সভাপতি মামুন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি মামুন হাসান এজেন্ডা ভিত্তিক আলোচনার এক পর্যায়ে সমিতির ২০২৩ সালের জন্য দুই জন অডিটর নির্বাচনের জন্য সাধারণ সভাকে অনুরোধ করেন। বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির প্রবীণ নিয়মিত সদস্য মোহাম্মদ মোস্তফা প্রথম অডিটর হিসাবে ইকবাল মুস্তারির নাম প্রস্তাব করেন। উপস্থিত সকলে কন্ঠ ভোটে সমর্থন করলে ইকবাল মুস্তারি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ২০২৩ সালের অডিটর নির্বাচিত হন।
বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নিয়মিত সদস্য মাসুদুর রহমান মাসুদ সমিতির ২০২৩ সালের জন্য দ্বিতীয় অডিটর হিসাবে কবির আহমেদের নাম প্রস্তাব করেন। সাধারণ সভায় উপস্থিত সদস্য এবং কার্যকরী কমিটির সকলে কন্ঠ ভোটে সমর্থন করেন। ফলে কবির আহমেদ বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ২০২৩ সালের জন্য দ্বিতীয় অডিটর হিসাবে নির্বাচিত হন।
পরবর্তীতে বিবিধ আলোচনায় সমিতির সভাপতি মামুন হাসান জানান, বর্তমানে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ক্রীড়া সম্পাদক বি এম রুহুল আমিনের
উপস্থাপনায় প্রতি রবিবার সকালে অনলাইন ফ্রি আরবি ও বাংলা শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।
সভাপতি মামুন হাসান অস্ট্রিয়ায় বসবাসকারী আমাদের বাংলাদেশী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, যদি তাদের থেকে কেহ সনাতন ধর্মীয় শিক্ষাদান করতে চান,তাহলে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি সর্বাত্মক সহযোগিতা করবেন।
সভাপতি মামুন হাসান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জানান, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমিতির কার্যালয়ে স্থাপিত শহীদ মিনারে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে রাত সাতটা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ করবে।
তিনি কমিউনিটির সকলকে উক্ত সময়ে উপস্থিত হয়ে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করেন।
বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির কার্যকরী কমিটির পক্ষ থেকে সাধারণ সভায় উপস্থিত ছিলেন সভাপতি মামুন হাসান,সহ সভাপতি সবুজ মুস্তারি,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,সহ সাধারণ সম্পাদক সুলতান আহমেদ (মোমেন), সাংগঠনিক সম্পাদক মো:শরীফ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ফসিয়ের শেখ, ক্রীড়া সম্পাদক বি এম রুহুল আমিন,সন্মানিত সদস্য সালমান কবির সোহাগ এবং সন্মানিত সদস্য মাহবুবুল ইসলাম। সবশেষে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কবির আহমেদ/ইবিটাইমস