বানভাসিদের জন্য অর্থ সহায়তা তুলছেন পিরোজপুর জেলা বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: সিলেট ও সুনামগঞ্জের বানভাসি অসহায় মানুষদের সহায়তার জন্য পিরোজপুরের বিভিন্ন বাজারে বাজারে ঘুরে   অর্থ সহায়তা তুলছে জেলা বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার (০১ জুলাই) সকালে এ কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুর শহরের বাজার এলাকায় দোকানে দোকানে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের সমস্যার কথা তুলে ধরে বানভাসি মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করার লক্ষেই তারা এই অর্থ সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহিদ, সদস্য সচিব ছরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা জাসাস সভাপতি জাহিদ হাসান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমীর হোসেন জানান, অতীতেও সব দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। এবারও তার ব্যাত্যয় ঘটবে না। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অতীত ত্রাণ তৎপরতাকে স্মরণে রেখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দুর্গত মানুষের সাহায্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।

এরই ধারাবহিকতায় পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গতদের সাহায্যের জন্য সাধারন মানুষের কাছে গিয়ে সাহায্যে চাইতেছে। যাতে করে ঐ এলাকার অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে পারে।

আহ্বায়ক আলমীর হোসেন আরো জানান, কয়েকদিন আগেই তিনি সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখতে পেয়েছেন ঐ এলাকার মানুষে খুবই করুন অবস্থায় আছে এবং তাদের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁচ্ছাছে না। তাই পিরোজপুর জেলা বিএনপি সহ প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ বন্যাদুর্গতদের পাশে থাকার জন্যই এ কার্যক্রম চালাচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »