ঝালকাঠি প্রতিনিধি: উপকূলীয় উন্নয়ন আন্দোলনের উদ্যোগে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা সমূহের নাগরিক নেতৃবৃন্দের নিয়ে তৃতীয় উপকূলীয় সম্মেলন-২০২২ ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। শানিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে ঝালকাঠি জেলা উন্নয়ন নাগরিক কমিটির আয়োজনে দিনব্যাপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খাঁন সাইফুল্লাহ পনির।
ঝালকাঠির জেলা উন্নয়ন নাগরিক কমিটির আহবায়ক ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, বরিশাল বিভাগের এই আন্দলনের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, খুলনার রুপান্তর পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড আনোয়ার হোসেন আনু, জেলা সুজন সম্পাদক মঈন তালুকদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন খাঁন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল। এই সম্মেলনে পটুয়াখালী জেলার আজমল হোসেন, গোপালগঞ্জ জেলার মোজাহারুল হব বাবলু, বাগেরহাট জেলার মোঃ কামাল হোসেন, পিরোজপুর জেলার মোঃ নুরুদ্দিন, বরিশাল জেলার মোঃ গিয়াস উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও শুশিল সামজের প্রতিনিধ সহ ৬০জন অংশগ্রহন করেছেন।
কী-নোট পেপার উপস্থাপন করেন উপকুলীয় উন্নয়ন আন্দোলনের সমন্বয়কারী মাঈনুল হক মুন্না। ২০১২ সালে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। উপকুলীয় অঞ্চলে নদী ভরাট হয়ে যাওয়া থেকে রোধ করা, খাল-বিলের নব্যতা ফিরিয়ে আনা, পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও পরিবেশের ক্ষতি করে এমন বাস্তবায়িত প্রকল্প অপসরন করা সহ বিভিন্ন ধরনের সুপারিশ উপস্থাপন করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস
















