ভিয়েনা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চালের দাম ফের বাড়ল কুষ্টিয়ায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ২০ সময় দেখুন
কুষ্টিয়া থেকে সাকিব হাসানঃ সারা দেশে চলমান অভিযানের মধ্যে কুষ্টিয়ার খুচরা বাজারে এক টাকা বেড়েছে মিনিকেট চালের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৭ টাকা দরে।
কুষ্টিয়া পৌর বাজারে সকালে কয়েকটি দোকানে কেজিপ্রতি বিক্রি তালিকায় ৬৫ টাকা কেনা এবং ৬৭ টাকায় মিনিকেট চাল বিক্রি লিখে রাখা হয়েছে।
খুচরা বিক্রেতা আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেছেন, ‘মিলগেটে মিনিকেট বিক্রি হচ্ছে ৬৪ টাকায়। তবে অর্ডার দেয়ার ৪-৫ দিন পর সরবরাহ করা হচ্ছে। এ অবস্থায় বাইরের আড়ত থেকে ৬৫ টাকায় কিনতে হচ্ছে, যা বিক্রি হচ্ছে ৬৭ টাকায়।’
চালের বাজারদর নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান শুরু হলেও যেখান থেকে চালের দর নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ রয়েছে সেই কুষ্টিয়ায় এখনও অভিযান শুরু হয়নি।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, ‘আমরা পাঁচটি টিম দিয়ে মনিটর করছি। উচ্চপর্যায় থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানোর নির্দেশনা আছে, আমরা সে মোতাবেক অভিযান চালাব।’
অভিযান জোরদার করা হলে দাম কমতে পারে বলে আশা করেছেন বিক্রেতারা।
কুষ্টিয়া/ইবিটাইমস
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চালের দাম ফের বাড়ল কুষ্টিয়ায়

আপডেটের সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
কুষ্টিয়া থেকে সাকিব হাসানঃ সারা দেশে চলমান অভিযানের মধ্যে কুষ্টিয়ার খুচরা বাজারে এক টাকা বেড়েছে মিনিকেট চালের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৭ টাকা দরে।
কুষ্টিয়া পৌর বাজারে সকালে কয়েকটি দোকানে কেজিপ্রতি বিক্রি তালিকায় ৬৫ টাকা কেনা এবং ৬৭ টাকায় মিনিকেট চাল বিক্রি লিখে রাখা হয়েছে।
খুচরা বিক্রেতা আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেছেন, ‘মিলগেটে মিনিকেট বিক্রি হচ্ছে ৬৪ টাকায়। তবে অর্ডার দেয়ার ৪-৫ দিন পর সরবরাহ করা হচ্ছে। এ অবস্থায় বাইরের আড়ত থেকে ৬৫ টাকায় কিনতে হচ্ছে, যা বিক্রি হচ্ছে ৬৭ টাকায়।’
চালের বাজারদর নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান শুরু হলেও যেখান থেকে চালের দর নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ রয়েছে সেই কুষ্টিয়ায় এখনও অভিযান শুরু হয়নি।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, ‘আমরা পাঁচটি টিম দিয়ে মনিটর করছি। উচ্চপর্যায় থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানোর নির্দেশনা আছে, আমরা সে মোতাবেক অভিযান চালাব।’
অভিযান জোরদার করা হলে দাম কমতে পারে বলে আশা করেছেন বিক্রেতারা।
কুষ্টিয়া/ইবিটাইমস