ভিয়েনা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে ভেঙে যাওয়া ব্রিজ মেরামত ও জনদুর্ভোগ লাঘবে আলোচনা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ২৭ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনস্থ ডাওরি বাজারের বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট জন দুর্ভোগ লাঘব ও অতিদ্রুত ব্রিজ মেরামতের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হাওলাদার।

এসময় আগামী মঙ্গলবারের মধ্যে ডাওরি বাজারের বেইলি ব্রিজটি মেরামতপূর্বক চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম।

এদিকে ব্রিজ ভাঙা থাকায় নৌকাযোগে সেসকল যাত্রী লরা পারাপার করছেন, তাদের দুর্ভোগ লাঘবের জন্য সভায় উপস্থিত সকলের মতামতের প্রেক্ষিতে যাত্রী প্রতি ৫টাকা ও মোটরসাইকেল প্রতি ২০ টাকা করে নৌকা ভাড়া নির্ধারণ করা হয়। এতে নৌকা ভাড়া ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নিয়োজিতদের পারিশ্রমিক বাবদ ঠিকাদার প্রতিদিন ১০ হাজার টাকা ভর্তুকি দিবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনিসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চলমান উন্নয়নমূলক কাজে ব্যবহৃত ট্রাকে অতিরিক্ত পাথর বোঝাই করার ফলে বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ফলে যান চলাচল বন্ধ থাকায় নৌকাযোগে খাল পারপার করছেন যাত্রীরা।

ভোলা/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভেঙে যাওয়া ব্রিজ মেরামত ও জনদুর্ভোগ লাঘবে আলোচনা সভা

আপডেটের সময় ০৩:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনস্থ ডাওরি বাজারের বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট জন দুর্ভোগ লাঘব ও অতিদ্রুত ব্রিজ মেরামতের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হাওলাদার।

এসময় আগামী মঙ্গলবারের মধ্যে ডাওরি বাজারের বেইলি ব্রিজটি মেরামতপূর্বক চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম।

এদিকে ব্রিজ ভাঙা থাকায় নৌকাযোগে সেসকল যাত্রী লরা পারাপার করছেন, তাদের দুর্ভোগ লাঘবের জন্য সভায় উপস্থিত সকলের মতামতের প্রেক্ষিতে যাত্রী প্রতি ৫টাকা ও মোটরসাইকেল প্রতি ২০ টাকা করে নৌকা ভাড়া নির্ধারণ করা হয়। এতে নৌকা ভাড়া ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নিয়োজিতদের পারিশ্রমিক বাবদ ঠিকাদার প্রতিদিন ১০ হাজার টাকা ভর্তুকি দিবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনিসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চলমান উন্নয়নমূলক কাজে ব্যবহৃত ট্রাকে অতিরিক্ত পাথর বোঝাই করার ফলে বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ফলে যান চলাচল বন্ধ থাকায় নৌকাযোগে খাল পারপার করছেন যাত্রীরা।

ভোলা/ইবিটাইমস