ভিয়েনা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালার বাড়ি এসে পানিতে ডুবে মৃত্যু হলো শিশুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২০ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বদরপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মোঃ সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরপাতা গ্রামের দুলাল বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সিয়াম বগুড়া জেলার মোঃ আখের আলীর ছেলে।

সিয়ামের মা আকলিমা বেগম জানান, বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় তার বাবার বাড়ি, আর বগুড়ায় তার স্বামীর বাড়ি। স্বামী আখের আলী ঢাকায় ফুচকা বিক্রি করেন এবং পরিবার নিয়ে ঢাকায় থাকতেন।

ঈদের তিনদিন পর ছেলে-মেয়ে নিয়ে ঢাকা থেকে বোরহানউদ্দিনে বাবার বাড়ি বেড়াতে আসেন আকলিমা বেগম। সেখান থেকে মঙ্গলবার ছেলে-মেয়ে নিয়ে লালমোহন উপজেলার বদরপুরে বড় বোন ফাতেমা বেগমের বাড়ি বেড়াতে আসেন তিনি।

বুধবার সকালে অন্যান্য ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে যায় সিয়াম। এসময় অসাবধানতাবশত নদীতে পাড়ের ডোবায় পড়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের বাবার সাথে কথা হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই।

সালাম সেন্টু /ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালার বাড়ি এসে পানিতে ডুবে মৃত্যু হলো শিশুর

আপডেটের সময় ০৭:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বদরপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মোঃ সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরপাতা গ্রামের দুলাল বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সিয়াম বগুড়া জেলার মোঃ আখের আলীর ছেলে।

সিয়ামের মা আকলিমা বেগম জানান, বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় তার বাবার বাড়ি, আর বগুড়ায় তার স্বামীর বাড়ি। স্বামী আখের আলী ঢাকায় ফুচকা বিক্রি করেন এবং পরিবার নিয়ে ঢাকায় থাকতেন।

ঈদের তিনদিন পর ছেলে-মেয়ে নিয়ে ঢাকা থেকে বোরহানউদ্দিনে বাবার বাড়ি বেড়াতে আসেন আকলিমা বেগম। সেখান থেকে মঙ্গলবার ছেলে-মেয়ে নিয়ে লালমোহন উপজেলার বদরপুরে বড় বোন ফাতেমা বেগমের বাড়ি বেড়াতে আসেন তিনি।

বুধবার সকালে অন্যান্য ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে যায় সিয়াম। এসময় অসাবধানতাবশত নদীতে পাড়ের ডোবায় পড়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের বাবার সাথে কথা হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই।

সালাম সেন্টু /ইবিটাইমস