ঢাকা: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও পাশের অঞ্চলে অবস্থান করে শক্তিশালী হয়ে ক্রমশই উত্তর-পশ্চিম ভারতের উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে প্রভাবে বাংলাদেশের উপকূলজুড়ে বৃষ্টিপাত হচ্ছে।
সোমবার বিকেল ৪টার দিকে পটুয়াখালী আবহাওয়া অফিসের তথ্যে পায়রা সমুদ্রবন্দর থেকে অশনির দূরত্ব প্রায় হাজার কিলোমিটার। ফলে গোটা উপকূলজুড়ে বৈরী আবহাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত চলমান রয়েছে। আগামী আরও দুদিন হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির ভারতের উড়িষ্যায় আঘাত হানার সম্ভাবনা অনেক বেশি। এর ফলে এ অঞ্চলের উপকূলে এর মৃদু প্রভাব পড়তে পারে।
সোমবার ভোর রাত থেকে বিকেল ৬টা পর্যন্ত ৪১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুদিন টানা বৃষ্টিপাতের পর জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে নিকটবর্তী এলাকার সাগর বিক্ষুব্ধ রয়েছে। তাই পায়রা সমুদ্রবন্দরসহ সব কটি সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব নৌযান ও মাছ ধরার ট্রলার নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএন