ইউরোবাংলা টাইমস ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
প্রধানমন্ত্রীর মুখপাত্র রোহান ওয়েলিওয়েটা বলেন, পদত্যাগপত্র ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
গেল কয়েক সপ্তাহ ধরেই অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ চলছে শ্রীলঙ্কায়। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ভাই দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেসহ বর্তমান সরকারের পদত্যাগের করেছিলেন বিক্ষোভকারীরা।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সব দলকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাতে পারেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
এর আগে গত শুক্রবার এক বিশেষ সভায় প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
ডেস্ক/ইবিটাইম/এমএন