চরফ্যাসন ( ভোলা) প্রতিনিধিঃ সাগর( ২০) নামের মাদকাসক্ত ছেলেকে নিরাময় কেন্দ্রে পাঠানোর জন্য চরফ্যাসনের দুলারহাট থানায় সোপর্দ করলেন বাবা ছাদেক।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেনের উদ্যেগে বরিশাল নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।৬ মে শুক্রবার মাদকাসক্ত ছেলে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য নুরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছাদেকের ছেলে মোঃ সাগর কে।
ছেলেটির বাবা ছাদেক বলেন, সাগর একযুগের ও বেশী সময় ধরে লেখাপড়া ছেড়ে দেয়। স্থানীয় দুলারহাট বাজারে তার ছোট্ট একটি ব্যবসা আছে। গত ৬ মাস পূর্ব হতে সাগর পিতা মাতার সাথে অসংলগ্ন কথা বলে এবং পিতার অজান্তে স্থানীয় বখাটে যুবকদের সংস্পর্শে গিয়ে মাদক সেবন করে। পরবর্তীতে সাগর প্রায়ই নেশাগ্রস্থ হয়ে বাড়ী ফিরে মায়ের নিকট টাকা চাওয়া চায়। সাগরকে টাকা না দিতে পারলে সে ঘরের আসবাবপত্র ভাংচুর করে।এহেন পরিস্থিতিতে পরিবার ত্যক্ত বিরক্ত হয়ে গত ৫ মে পুলিশ কে সংবাদ দিলে শুক্রবার পুলিশ তার ছেলে সাগরকে বরিশাল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠান।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, ছেলে মাদকাসক্ত হওয়ায় তার বাবা নিজ উদ্যেগে ৫ মে পুলিশ কে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ছাদেকের বাড়ীতে উপস্থিত হয় এবং মাদকের ভয়াবহতা সম্পকিত কাউন্সেলিং করেন। ভিকটিম নিজে সুস্থ জীবন চাওয়ায় এবং পিতার সম্মতিতে তার সন্তানের সুন্দর জীবন ফিরে পেতে ৬ মে পুলিশ সুপারের নির্দেশে সাগরকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বরিশাল পাঠানো হয়েছে।
ভোলা /ইবিটাইমস