ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য এক সপ্তাহের মাথায় আবারও হাসপাতালে ভর্তি করা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রীকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড। তিনি কেবিনে অবস্থান করবেন।’
এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ তাই বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। যেকোনো সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ফলে তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা দরকার। তিনি অনিচ্ছুক হলেও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে আবারও হাসপাতালে নেওয়া হলো।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
ঢাকা/ইবিটাইমস/এমএইচ












