বিনোদন ডেস্ক: অবশেষে জামিন পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
গত মঙ্গল ও বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। বৃহস্পতিবার ৩য় দিনের শুনানিতে জামিন আবেদন মঞ্জুর করলেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি নিতিন সামব্রের বেঞ্চ শুনানি শেষে আরিয়ানকে জামিন দেন।
এ সময় আদালতে আরিয়ানের পক্ষে শুনানি করেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতগি। তিনি সতীশ মানেশিন্দের সঙ্গে প্রধান আইনজীবী ছিলেন। শুনানির সময় আইনজীবী অমিত দেশাইও আদালতে উপস্থিত ছিলেন।
২৫ দিন পর আজকের এ রায়ে আর্থার রোড জেল থেকে ‘মান্নাত’ ফেরার পথ সুগম হলো শাহরুখ খানের ছেলের। তবে আজই ফিরছেননা তিনি।
গত ২ অক্টোবর মুম্বাই-গোয়া প্রমোদতরী থেকে মাদক সেবন ও রাখার অভিযোগে আটক করা হয়েছিল আরিয়ানকে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ