ক্রিস্টাল মেথ আইস মাদকসহ আ’লীগ নেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরে ক্রিস্টাল মেথ আইস মাদকসহ মোঃ মাসুম খান রাজ (২৭) সামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন RAB। মাসুম খান রাজ জেলার সদর উপজেলার টোনা ইউনিয়নের ওধনকাঠী গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

রবিবার (১৮জুলাই) বেলা ১২টার দিকে RAB-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। পরে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বরিশাল RAB-৮ এর ডিএডি মোঃ  আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

RAB-৮ জানায়, গত শনিবার (১৭জুলাই) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওধনকাঠী গ্রামে বাড়ির সামনে মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় RAB-এর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও মাসুম খান দৌড়ে পালানোর সময় আটক হয়। এ সময় তার কাছে থাকা একশ গ্রাম ক্রিষ্টার মেথ আইস মাদক উদ্ধার করা হয়।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, মাসুম খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

এদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, আটককৃত মোঃ মাসুম খান রাজ একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও মাদকসহ তার ভাই মামুনকে স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছিল।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »