ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কঠোর লকডাউনের ১২তম দিনে শিথিলতা দেখা গেছে। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও সোমবার রাস্তায় অটো রিক্সা চলাচল করেছে। মানুষের ভিড়ও ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। শহরের মধ্যেই দোকানপাট খুলে বেচাকেনা চলেছে। বাজারেও জটলা বেধে কেনাকাটা করছে জনসাধারণ। তবে, ফার্মেসীতে লোক প্রবেশ নিষেধ করে নিরাপদ দুরত্ব বজায় রেখে ওষুধ ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী।
স্বাস্থ্যবিধি রা মানায় গত ঘন্টায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যেও মোটর সাইকেল ও বাসে মানুষজন চলাচল করেছে। এমন পরিস্থিতিতে মাঠে কঠোর অবস্থানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। এদের সাথে গার্লস গাইড ও রোভার স্কাউন এবং বিএনসিসি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
অন্যদিকে ঝালকাঠিতে সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠির সদর হাসপাতালে ভোররাতে আইসোলিশন ওয়ার্ডে এদের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।
জেলার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের পরেশ চন্দ্র (৭৫) ও ঝালকাঠি শহরের সুতালরি এলাকার আব্দুল কাদের (৮৫) করোনায় মারা গেছেন। এনিয়ে ঝালকাঠি জেলায় এপর্যন্ত ২৮৩৩জন আক্রান্ত ও ৪৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১২৭০ জন হোম ও ৪৪জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এসব তথ্য জানান ।
বাধন রায় /ইবিটাইমস/ এম আর