ভিয়েনা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপকে নিজেদের প্রতিরক্ষায় নিজেদের ‘পদক্ষেপ’ নিতে হবে – ইইউ শীর্ষ কূটনীতিক যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানিরা দারিদ্রতার শীর্ষে সৌদি আরব নিজের ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে অনুমতি দিবে না তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায় একটি দল :নয়ন জিয়াউর রহমান ছিলেন সৎ রাষ্ট্রনায়ক : হাফিজ ৩১ জানুয়ারি টাঙ্গাইল আসছেন তারেক রহমান চরফ্যাসনে জামায়াতের বিরুদ্ধে হাতপাখার নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ নির্বাচিত সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করবে : মেজর হাফিজ আস্থা লাইফের বীমার আওতায় সুইট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী

খাওয়ার অনুপযোগী চাল বিতরণের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ২৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ওয়াপদা গেটের চা বিক্রেতা কোর্টপাড়ার বাসিন্দা খোরশেদ আলম বাবলু, লকডাউনে নিন্ম আয়ের ঘরবন্দীর তালিকায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গত বুধবার উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন ১০ কেজি চাল ও ২শত টাকা। তার অভিযোগ নষ্ট নিন্মমানের খাওয়ার অনুপযোগী চাল দেওয়া হয়েছে তাদের। বাড়ির কবুতরও খাচ্ছে না এ চাউল।

শুধু বাবলু না পশু হাসপাতাল রোডের দাস পাড়ার বাসিন্দা বিষু জানান, তাদেরও দেওয়া হয়েছে নিন্মমানের চাল যা অভাবে পড়ে কষ্টে খেতে হচ্ছে। ঘটনাটি গত বুধবার ঝিনাইদহের শৈলকুপায় চা বিক্রেতা ও সেলুন কর্মীদের মধ্যে সরকারী চাল বিতরনে।

এদিনে ৬শ’ নিন্ম আয়ের ঘরবন্দী মানুষের মধ্যে চাল বিতরন হয় বলে জানা যায়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সাথে কথা হলে তিনি জানান, সরকারী ভাবে যে চাল বিতরন করা হয় তা সরকারী গুদাম থেকে আসে। বিতরনের সাথে সাথে তিনি নিন্মমানের চালের অভিযোগ পান। পরে খোঁজ নিয়ে দেখেন ৩০/৪০ বস্তা এমন চাল এসেছিল। বাকী চাল বিতরন তিনি বন্ধ করে দেন। গুদাম থেকে দেওয়ার সময় দেখে দেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। যারা এমন নিন্মমানের চাল পেয়েছেন তাদের পূনরায় চাল দেওয়া হবে বলে জানান তিনি।

শৈলকুপা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আল রিপন জানান, গত একমাস আগে হনিাকুন্ড উপজেলা গুদাম থেকে ২শত টন চাল এসেছিল, তার মধ্যে দুই পাঁচ বস্তা নিন্মমানের চাল থাকতে পারে বলে জানান। তবে শৈলকুপায় চাল বিতরনে সাবাই যে নিন্মমানের চাউ পেয়েছে তা ঠিক না। হয়তো দুই এক বস্তা ভূলবসত যেতে পারে বলে স্বীকার করেন।

লকডাউনে নিন্মমানের চাল বিতরনে ক্ষোভ প্রকাশ করে শৈলকুপা সুশীল সমাজের প্রতিনিধি ঝিনাইদহ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক স্বপন কুমার বাগচী বলেন, যে সব কর্মকর্তা এমন নিন্মমানের চাল সরকারি গুদামে ক্রয় করে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া উচিত।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

ইউরোপকে নিজেদের প্রতিরক্ষায় নিজেদের ‘পদক্ষেপ’ নিতে হবে – ইইউ শীর্ষ কূটনীতিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাওয়ার অনুপযোগী চাল বিতরণের অভিযোগ

আপডেটের সময় ১২:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি: ওয়াপদা গেটের চা বিক্রেতা কোর্টপাড়ার বাসিন্দা খোরশেদ আলম বাবলু, লকডাউনে নিন্ম আয়ের ঘরবন্দীর তালিকায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গত বুধবার উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন ১০ কেজি চাল ও ২শত টাকা। তার অভিযোগ নষ্ট নিন্মমানের খাওয়ার অনুপযোগী চাল দেওয়া হয়েছে তাদের। বাড়ির কবুতরও খাচ্ছে না এ চাউল।

শুধু বাবলু না পশু হাসপাতাল রোডের দাস পাড়ার বাসিন্দা বিষু জানান, তাদেরও দেওয়া হয়েছে নিন্মমানের চাল যা অভাবে পড়ে কষ্টে খেতে হচ্ছে। ঘটনাটি গত বুধবার ঝিনাইদহের শৈলকুপায় চা বিক্রেতা ও সেলুন কর্মীদের মধ্যে সরকারী চাল বিতরনে।

এদিনে ৬শ’ নিন্ম আয়ের ঘরবন্দী মানুষের মধ্যে চাল বিতরন হয় বলে জানা যায়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সাথে কথা হলে তিনি জানান, সরকারী ভাবে যে চাল বিতরন করা হয় তা সরকারী গুদাম থেকে আসে। বিতরনের সাথে সাথে তিনি নিন্মমানের চালের অভিযোগ পান। পরে খোঁজ নিয়ে দেখেন ৩০/৪০ বস্তা এমন চাল এসেছিল। বাকী চাল বিতরন তিনি বন্ধ করে দেন। গুদাম থেকে দেওয়ার সময় দেখে দেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। যারা এমন নিন্মমানের চাল পেয়েছেন তাদের পূনরায় চাল দেওয়া হবে বলে জানান তিনি।

শৈলকুপা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আল রিপন জানান, গত একমাস আগে হনিাকুন্ড উপজেলা গুদাম থেকে ২শত টন চাল এসেছিল, তার মধ্যে দুই পাঁচ বস্তা নিন্মমানের চাল থাকতে পারে বলে জানান। তবে শৈলকুপায় চাল বিতরনে সাবাই যে নিন্মমানের চাউ পেয়েছে তা ঠিক না। হয়তো দুই এক বস্তা ভূলবসত যেতে পারে বলে স্বীকার করেন।

লকডাউনে নিন্মমানের চাল বিতরনে ক্ষোভ প্রকাশ করে শৈলকুপা সুশীল সমাজের প্রতিনিধি ঝিনাইদহ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক স্বপন কুমার বাগচী বলেন, যে সব কর্মকর্তা এমন নিন্মমানের চাল সরকারি গুদামে ক্রয় করে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া উচিত।

শেখ ইমন/ইবিটাইমস