ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৩৪ সময় দেখুন

ঢাকা: আগামী সপ্তাহ থেকে দেশের সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

টিকা প্রদাণের জন্য বন্ধ থাকা নিবন্ধনও আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবারের টিকাদান কর্মসূচিতে মডার্না এবং সিনোফার্ম টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।

কমিটির সদস্যরা জানান, নিবন্ধনের কাজটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিভাগ দেখছে, তাদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হবে। অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তর এরইমধ্যে মডার্নার টিকা দেওয়া প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে এবং মডার্না ও সিনোফার্মের টিকা সারাদেশে পৌঁছে দেবে। সিনোফার্মের টিকা দেওয়ার ক্ষেত্রেও উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। সে কাজটিও এরমধ্যে শুরু করা হবে বরে জানিয়েছেন কমিটির সদস্যরা।

এর আগে সোমবার শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এখন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হবে। আগে ৪০ ঊর্ধ্ব ব্যক্তিরা টিকার নিবন্ধন করতে পারতেন। এখন থেকে ৩৫ ঊর্ধ্ব ব্যক্তিরাও নিবন্ধন করতে পারবেন।

টিকা সংকটের কারণে গত ২ মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আস্থা লাইফের বীমার আওতায় সুইট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে

আপডেটের সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

ঢাকা: আগামী সপ্তাহ থেকে দেশের সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

টিকা প্রদাণের জন্য বন্ধ থাকা নিবন্ধনও আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবারের টিকাদান কর্মসূচিতে মডার্না এবং সিনোফার্ম টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।

কমিটির সদস্যরা জানান, নিবন্ধনের কাজটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিভাগ দেখছে, তাদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হবে। অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তর এরইমধ্যে মডার্নার টিকা দেওয়া প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে এবং মডার্না ও সিনোফার্মের টিকা সারাদেশে পৌঁছে দেবে। সিনোফার্মের টিকা দেওয়ার ক্ষেত্রেও উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। সে কাজটিও এরমধ্যে শুরু করা হবে বরে জানিয়েছেন কমিটির সদস্যরা।

এর আগে সোমবার শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এখন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হবে। আগে ৪০ ঊর্ধ্ব ব্যক্তিরা টিকার নিবন্ধন করতে পারতেন। এখন থেকে ৩৫ ঊর্ধ্ব ব্যক্তিরাও নিবন্ধন করতে পারবেন।

টিকা সংকটের কারণে গত ২ মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ