বিনোদন ডেস্ক: কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর কোলজুড়ে আসে কন্যাসন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। নাবিলার মেয়ের নাম রাখা হয়েছে মালহার মাসুমা নাবিলা। ডাকনাম স্মিহা।
চলতি বছরের এপ্রিলে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে নাবিলা লিখেছিলেন, তিনি ও তাঁর পরিবারের জন্য এপ্রিল বিশেষ মাস। তাঁদের সানন্দ ঘোষণা ছিল, আসছে জুলাইয়ে তাঁদের ভালোবাসার সন্তান আসতে চলেছে। সবার কাছে দোয়া কামনা করেন তাঁরা।
২০১৮ সালে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা। এ সময়ের জনপ্রিয় মডেল ও উপস্থাপকদের একজন তিনি। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করেও হয়েছেন তিনি ব্যাপক আলোচিত।
ডেস্ক/ইবিটাইমস/এমএন