ইবিটাইমস ডেস্ক : চলমান উত্তেজনার মধ্যে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অবহিত করছে যে বর্তমান পরিস্থিতি নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য উপযোগী নয়। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয় আলোচনা করছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সব ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হলো। পুনরায় কার্যক্রম শুরুর সময়পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।’
ঢাকা/এসএস




















