ভিয়েনা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান ডেনমার্কের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন ভয়াবহ আর্থিক সংকটে জাতিসংঘ- মহাসচিব আন্তোনিও গুতেরেস নেতাকর্মীদের হ্যাঁ ভোট দিতে বললেন তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে- মেজর হাফিজ লালমোহনে সাবেক বিএনপির সভাপতি আনিচল মিয়া ও পৌর মেয়র কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন মেজর হাফিজ হবিগঞ্জে ধানের তুষের নিচে লুকানো ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষুধ জব্দ ভিয়েনায় ট্রামে গুলি করার অপরাধে এক ব্যক্তিকে ১০ বছরের জেল

লালমোহনে অটোরিক্সা চালক হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় সম্প্রতি অটোরিক্সা চালক হত্যায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যার মূল পরিকল্পনাকারী মো. ইব্রাহীম (৩৬), তার সহযোগী মো. রাজা ( ৩২) ও কাজী তারেক ৩৫)। এদের মধ্যে ইব্রাহীম ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কমলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কাজী তারেক একই থানার এবং রাজা বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, হত্যায় জড়িত ৭ জন গত ৩০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চরফ্যাশন বাস স্ট্যান্ড এলাকা থেকে বোরহানউদ্দিন যাওয়ার কথা বলে অটোরিক্সার চালক মো. আবু বকর সিদ্দিকের অটোরিক্সায় উঠেন। রাত সাড়ে ৯ টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় এসে অটোরিক্সা চালক আবু বকর সিদ্দিকের বুকের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে ফেলে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায় হত্যাকারীরা।

এঘটনায় নিহত অটোরিক্সা চালকের ছেলে সুলতান বাদী হয়ে ১ জানুয়ারি লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার মূল আসামি ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। পরে সে জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন এবং ইব্রাহীমের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা মো. রাজা ও কাজী তারেককে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি জানান, হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে এবং বাকি আসামি ও অটোরিক্সাটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও ইব্রাহীম ও রাজার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অটোরিক্সা চালক হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

আপডেটের সময় ১২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

ইবিটাইমস ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় সম্প্রতি অটোরিক্সা চালক হত্যায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যার মূল পরিকল্পনাকারী মো. ইব্রাহীম (৩৬), তার সহযোগী মো. রাজা ( ৩২) ও কাজী তারেক ৩৫)। এদের মধ্যে ইব্রাহীম ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কমলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কাজী তারেক একই থানার এবং রাজা বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, হত্যায় জড়িত ৭ জন গত ৩০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চরফ্যাশন বাস স্ট্যান্ড এলাকা থেকে বোরহানউদ্দিন যাওয়ার কথা বলে অটোরিক্সার চালক মো. আবু বকর সিদ্দিকের অটোরিক্সায় উঠেন। রাত সাড়ে ৯ টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় এসে অটোরিক্সা চালক আবু বকর সিদ্দিকের বুকের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে ফেলে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায় হত্যাকারীরা।

এঘটনায় নিহত অটোরিক্সা চালকের ছেলে সুলতান বাদী হয়ে ১ জানুয়ারি লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার মূল আসামি ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। পরে সে জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন এবং ইব্রাহীমের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা মো. রাজা ও কাজী তারেককে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি জানান, হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে এবং বাকি আসামি ও অটোরিক্সাটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও ইব্রাহীম ও রাজার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
ঢাকা/এসএস