ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে আগুনে ৪০ জন নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২৯২ সময় দেখুন

কবির আহমেদ, ভিয়েনা : দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানার
‘লা কনস্টেলেশন’ বারে ভয়াবহ বিস্ফোরণ
ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) ফ্রান্সের সীমান্ত সংলগ্ন
সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানার
‘লা কনস্টেলেশন’ বারে এক ভয়াবহ বিস্ফোরণ
ও অগ্নিকাণ্ডে এই পর্যন্ত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সুইজারল্যান্ড সরকার। এই দুর্ঘটনায় দেশটি পাঁচ দিনের রাষ্ট্রীয়
শোক ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই অগ্নিকাণ্ডকে দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ছিল নজিরবিহীন মাত্রার এক ভয়াবহ ট্র্যাজেডি।

নিহতদের প্রতি সম্মান জানিয়ে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে রাখা বারের বাইরে স্বতঃস্ফূর্তভাবে শোকসভা ও প্রার্থনার আয়োজন করছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। সেখানে ফুল রেখে ও মোমবাতি জ্বালিয়ে তারা নিহতদের স্মরণ করছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,নববর্ষ উদযাপনের
রাতে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে লে কঁস্টেলাসিওঁ বারে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, শ্যাম্পেন বোতলে স্পার্কলার বা ফ্লেয়ার লাগানোর সময় আগুন ধরে যায়।

নববর্ষ উপলক্ষে মন্টানা স্টেশন চার্চে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। শোকের প্রতি সম্মান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট গি পারমেলাঁ জাতির উদ্দেশে তার নববর্ষের ভাষণ বাতিল করেছেন।

নিহতদের পরিবারকে সহায়তা, মৃতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুইজারল্যান্ডে আগুনে ৪০ জন নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক

আপডেটের সময় ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

কবির আহমেদ, ভিয়েনা : দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানার
‘লা কনস্টেলেশন’ বারে ভয়াবহ বিস্ফোরণ
ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) ফ্রান্সের সীমান্ত সংলগ্ন
সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানার
‘লা কনস্টেলেশন’ বারে এক ভয়াবহ বিস্ফোরণ
ও অগ্নিকাণ্ডে এই পর্যন্ত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সুইজারল্যান্ড সরকার। এই দুর্ঘটনায় দেশটি পাঁচ দিনের রাষ্ট্রীয়
শোক ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই অগ্নিকাণ্ডকে দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ছিল নজিরবিহীন মাত্রার এক ভয়াবহ ট্র্যাজেডি।

নিহতদের প্রতি সম্মান জানিয়ে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে রাখা বারের বাইরে স্বতঃস্ফূর্তভাবে শোকসভা ও প্রার্থনার আয়োজন করছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। সেখানে ফুল রেখে ও মোমবাতি জ্বালিয়ে তারা নিহতদের স্মরণ করছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,নববর্ষ উদযাপনের
রাতে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে লে কঁস্টেলাসিওঁ বারে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, শ্যাম্পেন বোতলে স্পার্কলার বা ফ্লেয়ার লাগানোর সময় আগুন ধরে যায়।

নববর্ষ উপলক্ষে মন্টানা স্টেশন চার্চে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। শোকের প্রতি সম্মান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট গি পারমেলাঁ জাতির উদ্দেশে তার নববর্ষের ভাষণ বাতিল করেছেন।

নিহতদের পরিবারকে সহায়তা, মৃতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস