জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় যাত্রী বেশে মো. আবু বক্কর নামে ৫৫ বছর বয়সী এক অটোরিকশা চালককে চুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেন।
বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অটোরিকশা চালক মো. আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির ছেলে।
স্থানীয়রা জানান, যাত্রীবেশে ছিনতাইকারীরা অটোরিকশা ভাড়া নিয়ে কচুয়াখালী এলাকার একটি নির্জন স্থানে যান। সেখানে নিয়ে চালক আবু বক্করকে চুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। এ অটোরিকশা ছিনতাইকারী সিন্ডিকেট এর আগেও বিভিন্ন স্থানে এ ধরণের ঘটনা ঘটিয়েছে।
নিহত অটোরিকশা চালক আবু বক্করের বোন জুলেখা বেগম বলেন, আমার ভাই প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাতে ফেসবুকে লালমোহনে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের খবর দেখি। এরপর বুধবার সকালে লালমোহন থানায় গিয়ে নিশ্চিত হই মরদেহটি আমার ভাইয়ের।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















