মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকচালক নূর আলীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার (২০)।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাড়া বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতির সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ফারজানার পেটে ছুরি চালান নূর।
রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকেই নূরকে আটক করে।
চার বছর আগে ফারজানার বিয়ে হয় নূরের সঙ্গে। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। শিমুলতলা এলাকার পাখি মিয়ার বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন নূর, ইজিবাইক চালিয়ে চলতেন জীবিকা।
স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ ও বাড়ির মালিক পাখি মিয়ার বরাত দিয়ে স্থানীয়রা জানান, রোববার সকালে উভয়ের পিত্রালয় লাদিয়া গ্রামে যাওয়ার প্রস্তুতির সময় পুরোনো বিরোধ নিয়ে দম্পতির মধ্যে তর্ক শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ফারজানাকে ছুরিকাঘাত করেন নূর।
বেলা সাড়ে ১২টায় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, সদর মডেল থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। তিনি ঘটনাস্থলের পথে রয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















