ইবিটাইমস ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই। এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি’।
রোববার (১২ অক্টোবর) নির্বাচনের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
সিইসি বলেন, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা চব্বিশের আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন। তাই তারা গণতন্ত্রায়ণের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিইসি।
তিনি আরও জানান, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তা, অপতথ্য, এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে কমিশন। এ সময়, গণতন্ত্রে উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা/এসএস