শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কন্যা দিবস উপলক্ষে র্যালি করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবীসহ প্রমুখ।
র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে মিলিত হন।
ঢাকা/ইবিটাইমস/এসএস