ইবিটাইমস ডেস্ক : ভারতের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার এক সংসদ সদস্য এ তথ্য জানিয়েছেন।কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
ভারতের রাজ্যসভার সদস্য হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘গত রাতে দার্জিলিং পাহাড়ে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।’
তিনি আরও বলেন, পাহাড়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা/এসএস