জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে জাল ও মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শনিবার বিকেল পর্যন্ত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের নেতৃত্বে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশসহ অন্যান্য প্রজাতির ২০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস