শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৪ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী ও তার সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর মাজার জিয়ারত জিয়ারত করেন তিনি।
পরে মাওলানা ভাসানীর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানী হুজুর এই কাগমারি থেকে পাকিস্তানিদেরকে বলেছিলেন ওলাইকুম সালাম। ভাসানী হুজুরের মাজারে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান সব সময় জিয়ারত করতেন। ধারাবাহিকতা বজায় আমরা রেখেছি।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ ভাসানী অনুসারীরা।
আলোচনা সভা শেষে ৭জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস