ভিয়েনা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এক ইসরায়েলি সেনার নিহতের কারনে, ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল অস্ট্রিয়ার আকাশে ইউরো ফাইটার টাইফুনের প্রশিক্ষণ অধ্যক্ষের কারসাজি: মাদ্রাসায় না গিয়েও বেতন-ভাতা নিচ্ছেন শিক্ষক চরফ্যাশনে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলছে পঞ্চম দিনে আপিল শুনানি বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ : মিলার ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

আবারও গাজার পথে জাহাজের নতুন বহর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের আরোপিত অবরোধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিবৃতির মাধ্যমে তারা এই ঘোষণা দেয়।

এফএফসির বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর আরও নয়টি নৌযান বহরে যুক্ত হয়।

সবমিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন, যারা শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন।

২০০৮ সালে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে রয়েছে— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।

এর আগে চলতি বছরের আগস্টে এই জোট ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে বৃহৎ আকারের একটি ত্রাণ মিশন চালু করে। সেই বহরে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী।

৩১ আগস্ট স্পেন থেকে রওনা দেওয়া সেই বহরের অধিকাংশ নৌযান গাজার উপকূলে পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী আটক করে নিয়ে যায়।

আরোহীদের জোরপূর্বক ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হলে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
যদিও সমালোচনার তোয়াক্কা না করেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার অবরোধ জারি রেখেছে।

উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতির মধ্যেই ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিলো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যা আন্তর্জাতিক মানবিক অঙ্গনে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

এক ইসরায়েলি সেনার নিহতের কারনে, ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারও গাজার পথে জাহাজের নতুন বহর

আপডেটের সময় ১১:২২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের আরোপিত অবরোধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিবৃতির মাধ্যমে তারা এই ঘোষণা দেয়।

এফএফসির বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর আরও নয়টি নৌযান বহরে যুক্ত হয়।

সবমিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন, যারা শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন।

২০০৮ সালে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে রয়েছে— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।

এর আগে চলতি বছরের আগস্টে এই জোট ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে বৃহৎ আকারের একটি ত্রাণ মিশন চালু করে। সেই বহরে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী।

৩১ আগস্ট স্পেন থেকে রওনা দেওয়া সেই বহরের অধিকাংশ নৌযান গাজার উপকূলে পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী আটক করে নিয়ে যায়।

আরোহীদের জোরপূর্বক ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হলে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
যদিও সমালোচনার তোয়াক্কা না করেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার অবরোধ জারি রেখেছে।

উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতির মধ্যেই ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিলো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যা আন্তর্জাতিক মানবিক অঙ্গনে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।
ঢাকা/এসএস