ভিয়েনা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের শুরু: আপিল বিভাগকে বিএনপি হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটক গ্রীসের ক্রিট (Crete) দ্বীপে গুলিবর্ষণে দুজন নিহত, বেশ কয়েকজন আহত হারামজাদা সাংবাদিক আছে না গেছে; বললেন আনসার কর্মকর্তা খুশি খাতুন লালমোহনে বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লালমোহন হাসপাতালে নিয়োগই ছিলো না, তবুও একাধিক দায়িত্ব পালন করতেন মিজান হারামজাদা সাংবাদিক আছে না গেছে; বললেন আনসার কর্মকর্তা খুশি খাতুন সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বিসিএস পরীক্ষার্থীদের জন্য মাভাবিপ্রবি ছাত্রদলের ফ্রি বাস সার্ভিস চালু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছে দিতে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে—একটি ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই ফ্রি সার্ভিসের আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।

গত বুধবার রাতে শাখা ছাত্রদলের কর্মী নাফিস ইকবাল পিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য জানিয়ে পোস্ট দেন। একই সঙ্গে শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপুও তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পরীক্ষার্থীদের এ সুবিধা গ্রহণের আহ্বান জানান।

শাখা সভাপতি সাগর নাইম বলেন
প্রিয় ভাই ও বোনেরা, প্রতিবছর বিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের আলো ছড়িয়ে দেন। এই সুনাম আরও উজ্জ্বল করতে মাভাবিপ্রবি ছাত্রদল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।
শাখা সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন,জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। গত বিসিএসে আমাদের বড় ভাই বিসিএস প্রশাসনে প্রথম হয়েছেন—এটি শুধু মাভাবিপ্রবির নয়, সারা দেশের জন্য গর্বের বিষয়। সেই ধারাবাহিকতা রক্ষায় এবার পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছি।

তিনি আরও জানান, অনেক নারী শিক্ষার্থী আছেন যারা পরীক্ষাকেন্দ্র দূরে হওয়ায় সমস্যায় পড়েন। আবার অনেকে যানবাহন না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছান। যেন কেউ যাতায়াত সমস্যার কারণে পিছিয়ে না পড়ে—সে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহায়তায় এই সার্ভিস চালু করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী এটিকে “শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ” হিসেবে অভিহিত করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিসিএস পরীক্ষার্থীদের জন্য মাভাবিপ্রবি ছাত্রদলের ফ্রি বাস সার্ভিস চালু

আপডেটের সময় ১২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছে দিতে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে—একটি ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই ফ্রি সার্ভিসের আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।

গত বুধবার রাতে শাখা ছাত্রদলের কর্মী নাফিস ইকবাল পিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য জানিয়ে পোস্ট দেন। একই সঙ্গে শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপুও তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পরীক্ষার্থীদের এ সুবিধা গ্রহণের আহ্বান জানান।

শাখা সভাপতি সাগর নাইম বলেন
প্রিয় ভাই ও বোনেরা, প্রতিবছর বিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের আলো ছড়িয়ে দেন। এই সুনাম আরও উজ্জ্বল করতে মাভাবিপ্রবি ছাত্রদল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।
শাখা সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন,জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। গত বিসিএসে আমাদের বড় ভাই বিসিএস প্রশাসনে প্রথম হয়েছেন—এটি শুধু মাভাবিপ্রবির নয়, সারা দেশের জন্য গর্বের বিষয়। সেই ধারাবাহিকতা রক্ষায় এবার পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছি।

তিনি আরও জানান, অনেক নারী শিক্ষার্থী আছেন যারা পরীক্ষাকেন্দ্র দূরে হওয়ায় সমস্যায় পড়েন। আবার অনেকে যানবাহন না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছান। যেন কেউ যাতায়াত সমস্যার কারণে পিছিয়ে না পড়ে—সে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহায়তায় এই সার্ভিস চালু করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী এটিকে “শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ” হিসেবে অভিহিত করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস