ভিয়েনা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন চার রাজনীতিবিদ। এদের মধ্যে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে রহিঙ্গা সংকট নিরসনের একটি কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ-সংগ্রামের স্থায়ী শান্তি কল্পে বৈঠক অনুষ্ঠিত হতে পারে জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ সবগুলো বিষয়ে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

উচ্চপর্যায়ের বেশ কিছু বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা নিজেও অংশ নেবেন বলে জানান।

বিদেশ সফরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার বিষয়ে তেহিদ হোসেন বলেন, ‘যে গাড়িতে আক্রমণ করা হয়েছে সেখানে মাহফুজ ছিল না। পশ্চিমা দেশে স্লোগান বা মিছিলে বাধা দেয়ার কেউ নেই। তবে কোনো অরাজকতা হবে না বলেই আমরা মনে করি।’
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেটের সময় ০২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন চার রাজনীতিবিদ। এদের মধ্যে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে রহিঙ্গা সংকট নিরসনের একটি কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ-সংগ্রামের স্থায়ী শান্তি কল্পে বৈঠক অনুষ্ঠিত হতে পারে জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ সবগুলো বিষয়ে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

উচ্চপর্যায়ের বেশ কিছু বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা নিজেও অংশ নেবেন বলে জানান।

বিদেশ সফরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার বিষয়ে তেহিদ হোসেন বলেন, ‘যে গাড়িতে আক্রমণ করা হয়েছে সেখানে মাহফুজ ছিল না। পশ্চিমা দেশে স্লোগান বা মিছিলে বাধা দেয়ার কেউ নেই। তবে কোনো অরাজকতা হবে না বলেই আমরা মনে করি।’
ঢাকা/এসএস