চারদিনেও উদ্ধার হয়নি ভোলার মেঘনায় ডুবে যাওয়া জাহাজ ‎

মনজুর রহমান, ‎ভোলা :‎ ভোলার মেঘনার কাঠির মাথা পয়েন্টে ডুবে যাওয়ার ৪ দিনেও উদ্ধার হয়নি দুর্ঘটনা কবলিত কাচামালবাহী জাহাজ এমভি রেক্স গ্লোরি। ‎এতে ওই জাহাজে থাকা ১৫ কোটি টাকার সিরামিক কারখানার কাঁচামাল নষ্টের উপক্রম হয়েছে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানা গেছে।

জাহাজে থাকা ১৩ জন নাবিককে স্থানীয় জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।

‎স্থানীয়রা জানান, গত ২৯ আগষ্ট এমভি রেক্সগ্লোরি-১ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল।‎ গত শনিবার (৩১ আগষ্ট) ভোররাতে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে অন্য আরেকটি জাহাজের সাথে ধাক্কা লেগে এমভি রেক্স গ্লোরির তলা ফেটে ডুবে যায়।

‎নৌ পুলিশের পরিদর্শক শাহিন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শ করেছি, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিআইডব্লিটএ ভোলা সহকারি পরিচালক রিয়াদ হোসেন বলেন, জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষ নিজেরাই চেষ্টা করেছে, তবে তারা সহযোগীতার আবেদন করলে সহযোগীতা করা হবে।

‎এদিকে বুধবার বিকাল পর্যন্ত ৪ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। জাহাজের স্টাফরা জানান, নদীতে তীব্র স্রোতের কারনে উদ্ধারকাজ শুরু ব্যাহত হচ্ছে । এতে নদীতে আটকে থাকা ১৫ কোটি টাকার কাঁচামালসহ জাহাজটির পুরো মালামাল ঝুঁকিতে রয়েছে।

‎জাহাজের কর্মচারীরা জানিয়েছেন, বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। তাঁরা উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজ বিপদমুক্ত করার উদ্যোগ নিচ্ছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »