আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৬০০ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। ভূকম্পনের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান এক বিবৃতিতে বলেন, ‘অনিশ্চিত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে একটি গ্রামের প্রায় ৩০ জন নিহত হয়েছেন, তবে এখনও পর্যন্ত হতাহতের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে।’
ইবিটাইমস/আরএন