
শৈলকুপায় মেছো বাঘ পিটিয়ে মারলো এলাকাবাসী
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সাতগাছি গ্রামের রশিদ মোল্লা,আনোয়ার ও বল্টু হোসেন জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এসময় ধানের…