জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় গজারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর, দক্ষিণ-পশ্চিম চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর সোলাইমান, মধ্যগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার নিরব ও গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি মরিয়মকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মহিবুল্যাহর সভাপতিত্বে ও সামছল হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এ সময় গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা শিক্ষক সমিতির সমন্বয়ক তসলিম উদ্দিন শামিম, মো. আল মামুন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির নেতা মোস্তফা মাতাব্বর, জহির মৃধা, মাইনুল হাওলাদার ও মনির বকসিসহ পশ্চিম চরউমেদ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লালমোহনে প্রধান শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা
