জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : “পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন থানার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে থানার নিচতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।
জলদস্যু, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, দূর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং, মোবাইলের অপব্যবহার, যৌতুকসহ বিভিন্ন বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষানবিশ পুলিশ সুপার হুমায়ন কবির, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুসহ উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারগণ।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লালমোহনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে উম্মুক্ত আলোচনা
